স্যামসাং অস্ট্রেলিয়াকে ৯৭ লাখ ডলার জরিমানা

একজন সম্ভাব্য ক্রেতা দোকানে স্যামসাং গ্যালাক্সি ফোন যাচাই করছেন।
একজন সম্ভাব্য ক্রেতা দোকানে স্যামসাং গ্যালাক্সি ফোন যাচাই করছেন। ফাইল ছবি: রয়টার্স

কোরিয়ার মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং তাদের ফোনের কয়েকটি মডেলকে পানি নিরোধক হিসেবে দাবি করেছে। তবে এই দাবিকে 'বিভ্রান্তিকর' ও মিথ্যে রায় দিয়ে অস্ট্রেলিয়ার একটি আদালত স্যামসাং অস্ট্রেলিয়াকে ৯৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে

আজ বার্তা সংস্থা রয়টার্স অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

দেশটির নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) জানায়, স্যামসাং, 'গ্যালাক্সি' মডেলের কিছু ফোনের ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর দাবি জানানোর বিষয়টি মেনে নিয়েছে। সংস্থা আরও জানায়, তারা ২০১৯ সালের জুলাইতে প্রথমবারের মত স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা ঠুকেছিল।

নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং ২০১৬র মার্চ থেকে ২০১৮র অক্টোবরের মধ্যে কিছু মোবাইল ফোনের দোকানে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণা চালায়, যেখানে দাবি করা হয় উল্লেখিত ফোনগুলোকে সুইমিং পুল বা সমুদ্রের পানিতেও ব্যবহার করা যায়।

তবে এসিসিসি পরবর্তীতে ভোক্তাদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পায়, যেখানে তারা দাবি করেন, এই স্মার্টফোনগুলো পানির সংস্পর্শে আসার পর থেকে ঠিক মত কাজ কাজ করছে না এবং কোনো কোনোটি পুরোপুরি অকেজো হয়ে গেছে।

এসিসিসির চেয়ার জিনা ক্যাস-গোতলিয়েব বলেন, 'এই দাবিটি (পানি নিরোধক হওয়া) গ্যালাক্সি ফোনগুলোর জনপ্রিয়তার পেছনে অন্যতম মূল কারণ ছিল। যেসব ভোক্তা গ্যালাক্সি ব্র্যান্ডের ফোন কিনেছেন, তাদের অনেকেই ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন ও প্রচারণা দেখে প্রভাবিত হয়ে থাকতে পারেন।'

মন্তব্যের জন্য রয়টার্স স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষনিকভাবে সাড়া দেয়নি।

 

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

43m ago