বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলাদেশিদের বর্ষবরণ

গল্প, আড্ডা আর গানের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (বিএসএ-সিএসইউ) এই আয়োজনে অংশ নেন গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) দুপুরে সিএসইউর ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঙালির প্রাণের এই উৎসবে আনন্দে মেতে ওঠেন সবাই।

রং-বেরঙের পোশাক পরে নববর্ষ উদযাপনে অংশ নেন বাংলাদেশিরা। সুদূর প্রবাসে বেড়ে ওঠা শিশু–কিশোরদের অংশগ্রহণ ছিল দেখার মতো। চলে বৈশাখের রং, বাংলার ঐতিহ্য ও উৎসব পার্বণের স্মৃতিচারণ, গান, কবিতা আর আড্ডা।

অনুষ্ঠানের শুরুতে ছিলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর হয় বিএসএ-সিএইইউর নব গঠিত কমিটির পরিচয় পর্ব। বিকেলে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিএসএ সিএসইউর সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার ও সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ফাহিম হাসান। এ সময় বিএসএ-সিএসইউ উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এস এম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেইন, ফারজানা খানসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
August 5 declared as July Mass Uprising Day

Govt declares 3 new days for nat’l observance

The interim government yesterday declared August 5 as “July Mass Uprising Day” to commemorate the student-led protests that toppled the Sheikh Hasina regime that day last year.

4h ago