পাকিস্তানে ভারতের হামলায় আন্তর্জাতিক মহলের নিন্দা ও উদ্বেগ

পাকিস্তানে ভারতের হামলা
ভারতের হামলার পর লাহোর থেকে ৩০ কিলোমিটার দূরে মুরিদকে অঞ্চলের সড়কে ট্রাকে করে ট্যাংক পরিবহন করা হচ্ছে। ছবি: এএফপি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে অস্থিরতা। এর মাঝেই আজ বুধবার ভোর রাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প | এএফপির ফাইল ছবি

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এটি লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, 'আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

পাকিস্তানে ভারতের হামলা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'এক্স'-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ফাইল ছবি: রয়টার্স

গুতেরেসের মুখপাত্র জানান, '(কাশ্মীরের) নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশ্ব ভারত-পাকিস্তানের সংঘাতের জন্য প্রস্তুত নয়।'

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি

জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি। ফাইল ছবি: রয়টার্স
জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি। ফাইল ছবি: রয়টার্স

হায়াশি বলেন, 'কাশ্মীরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানায় জাপান। তবে ওই ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে (দুই দেশের মধ্যে) প্রতিশোধমূলক পদক্ষেপ ও পূর্ণ মাত্রার সামরিক সংঘাত দেখা দেওয়ার সম্ভাবনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আমরা ভারত-পাকিস্তান উভয়কে ধৈর্যশীল থাকার ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানাই।'

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: এএফপি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একইসঙ্গে চীনেরও প্রতিবেশী'।

'সব ধরনের জঙ্গি কার্যক্রমের বিরোধিতা করে চীন'।

'শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া, শান্ত ও ধৈর্যশীল থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে আহ্বান জানাচ্ছি', বলেন মুখপাত্র।

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ছবি: সংগৃহীত
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ছবি: সংগৃহীত

ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, 'ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। জঙ্গিদের এটা জানা উচিত যে নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ করে তারা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না।'

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো। ফাইল ছবি: সংগৃহীত
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো। ফাইল ছবি: সংগৃহীত

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো টিএফওয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমরা বুঝতে পারছি, ভারত ধারাবাহিক জঙ্গি হামলার হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। তবে অবশ্যই আমরা ভারত ও পাকিস্তানকে ধৈর্য্যশীল থাকার আহ্বান জানাই, যাতে পরিস্থিতির আরও অবনতি না হয় এবং বেসামরিক মানুষ সুরক্ষা পায়।'

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

লাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এএফপি ফাইল ফটো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে 'সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।'

'পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছি আমরা'

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আশা করছি শান্তিপূর্ণ ও কূটনীতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে'।

 

Comments

The Daily Star  | English

Public Service Act: Ordinance out amid Secretariat protests

The government last night issued an ordinance allowing dismissal of public servants for administrative disruptions within 14 days and without departmental proceedings.

6h ago