‘তুরস্কের সহায়তায় পাকিস্তান নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে’

কৌশলগত সফরে তুরস্ক গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ইসলামাবাদকে সমর্থন দেওয়ায় এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ।
এএফপির প্রতিবেদনে গতকাল রোববারের ওই বৈঠকের তথ্য জানা গেছে।
শেহবাজ শরীফ তুরস্কের নেতা এরদোয়ানের সঙ্গে বৈঠকের বিষয়টি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন।
Had the honor of meeting my dear brother President Reccep Tayipp Erdogan in Istanbul this evening. Thanked him for his resolute support to Pakistan in the recent Pakistan India standoff which resulted in Pakistan's overwhelming victory Alhamdolillah!Conveyed the sentiments of… pic.twitter.com/EEYxZdIf7g
— Shehbaz Sharif (@CMShehbaz) May 25, 2025
পোস্টে তিনি লিখেন, 'পাকিস্তান-ভারতের সাম্প্রতিক সংঘাতে সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য তাকে (এরদোয়ান) ধন্যবাদ জানিয়েছি। সেই যুদ্ধে পাকিস্তান নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।'
তবে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এ বিষয়টির কোন উল্লেখ নেই।
বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের আলোচনায় 'জ্বালানি, পরিবহন ও প্রতিরক্ষা খাতসহ সর্বক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো' উঠে এসেছে।
পাশাপাশি, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে' তথ্য ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার ওপরেও গুরুত্ব দেওয়া হয়।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, বৈঠকে শেহবাজ শরীফের সঙ্গে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও উপস্থিত ছিলেন। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতেমিও আলোচনায় অংশ নেন।

প্রায় দুই সপ্তাহ আগে চার দিনের সংঘাত ভারত-পাকিস্তানের মোট ৭০ জন মানুষ নিহত হন। ওই সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের ব্যবহার হয়। পরবর্তীতে মার্কিন মধ্যস্থতায় এই সংঘাতের অবসান হয়। নয়াদিল্লি-ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হয়।
সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক ভয়াবহ প্রাণঘাতী হামলার জন্য ইসলামাবাদকে দায় দিয়েছে নয়াদিল্লি।
সে সময় তুরস্ক উভয় পক্ষকে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর আহ্বান জানায়। মুসলিম অধ্যুষিত তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র।
Comments