শরতের প্রাণ-প্রকৃতি

শরৎ ঋতুর কথা উঠলেই প্রথমে মনে আসে কাশফুল। নীল আকাশ আর পেঁজা তুলার মতো সাদা মেঘ। খুলনার আড়ংঘাটা এলাকায় দেখা মিললো সেই দৃশ্যের। ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
গত কয়েক বছরের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। ভরে গেছে নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয়। খুলনার লতাখামার গ্রামে মাছের অপেক্ষায় বসে আছে এক মাছরাঙ্গা। ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশে প্রজাপতি দেখা যায়। গবেষকদের মতে বিশ্বে প্রায় ১৮ হাজারের বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। নানা রঙের এসব প্রজাপতির বাহারী ডানা দেখে চোখ জুড়িয়ে যায়। পাশাপাশি এরা পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খুলনার আড়ংঘাটা এলাকা থেকে ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
এক সময় বাড়ির আঙিনায়, বাগানে নানা প্রজাতির সরীসৃপের দেখা মিলতো। বন-জঙ্গল উজার হয়ে যাওয়ায় অনেক প্রাণী এখন বিলুপ্ত প্রায়। খুলনার আড়ংঘাটা এলাকায় এই লিজার্ড দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘রক্তচোষা’ নামে পরিচিত। ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে একটি গাছের ডালে বসে আছে এক ঝাঁক পাখি। ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।