মৌলভীবাজারে প্রথম আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব

চা জনগোষ্ঠী
মৌলভীবাজারে আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসবে নৃত্য পরিবেশন করছেন চা-শ্রমিকরা। ছবি: মিন্টু দেশোয়ারা/স্টার

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের ভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক চা জনগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে বাংলাদেশ, ভারত, নেপাল ও নাইজেরিয়া থেকে আসা অতিথিদের নিয়ে উৎসবের সূচনা হয়।  

আয়োজক কমিটির আহ্বায়ক কানিহাটি চা বাগানের চা শ্রমিক নেতা সীতারাম বীন চা বাগানে বসবাসরত সব চা জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত করা, চা বাগানের ভাষা ও সংস্কৃতির যথাযথ সংরক্ষণ ও বিকাশের জন্য "সংস্কৃতি একাডেমি" প্রতিষ্ঠা ও চা বাগানের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, ভারত সরকারের রাজ্যসভার পার্লামেন্ট সদস্য আবীর রঞ্জন বিশ্বাস, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পূর্ণা বি. নেপালী, ভারতের আসাম সরকারের জনস্বাস্থ্য কর্মকর্তা বিবেকানন্দ মোহন্তসহ অন্যান্যরা।

সন্ধায় চা জনগোষ্ঠীর বিভিন্ন ভাষাবাসীর নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago