তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, তবু স্কুল খোলা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আজ বুধবার দুপুরে তোলা ছবি। ছবি: স্টার

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডেগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

তবে আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজকের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সেখানে স্কুল খোলা আছে বলে জানা গেছে। একই অবস্থা দক্ষিণের জেলা চুয়াডাঙ্গা ও বরিশালেও।

বান্দরবান

বান্দরবানে সরকারি নির্দেশনা মেনে স্কুল বন্ধ রাখা হয়েছে কি না জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, স্কুল খোলা আছে। আমরা এমন কোনো নির্দেশনা এখনও পাইনি।

তিনি বলেন, পাহাড়ে রাতে ঠান্ডা পড়ে তবে দিনে কিছুটা ঠান্ডা কম থাকে। এজন্য স্কুল খোলা রাখা হয়।

বান্দরবানের আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত তিনি তা জানেন কিনা জানতে চাইলে বলেন, তিনি জানেন না।

চুয়াডাঙ্গা

আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে  সূর্যের দেখা মেলেনি এ জেলায়।

আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও পৃথক আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু তাপমাত্রা কম থাকলেও স্কুল বন্ধের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি চুয়াডাঙ্গার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক দ্য ডেইলি স্টারকে বলেন, এই শীতে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। আমার মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সকাল সকাল স্কুল যেতে হয়। তার যদি কোনো রোগ বালাই দেখা দেয় তাহলে এর দায় কে নেবে? কিছুদিন স্কুল বন্ধ রাখলে তো কোনো ক্ষতি হবে না।'

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, স্কুল বন্ধের বিষয়ে খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এখনও কোনো সিদ্ধান্ত দেননি। তাই আমরাও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।  তাছাড়া আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এখন তা বন্ধ করা সম্ভব নয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে সব সময় যোগাযোগ রাখছি। সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যাচ্ছে। তাই আমরা স্কুল খোলা রাখতে বলেছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিশাল

এদিকে বরিশালেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসে যোগাযোগ করা হলে সিনিয়র উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল ডেইলি স্টারকে জানান, আজ বরিশালের তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি, তার আগের দিন ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্কুল খোলা থাকার বিষয়ে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি জানি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আমাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানাননি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম আছে।'

বরিশালের অন্তত চারটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বরিশাল প্রতিবেদক। তারা সবাই জানিয়েছেন তারা  স্কুল বন্ধ রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। তাই স্কুল খোলা রেখেছেন।

বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে উপপরিচালককে বিষয়টি দেখার নির্দেশ দেন।

প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সব কিন্ডারগার্টেনও খোলা ছিল জেলায়।

সীতাকুণ্ড

বুধবার সকাল ৯টায় সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে এই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে অল্প কিছুক্ষণের জন্য তাপমাত্রা কম ছিল। পরবর্তীতে তাপমাত্রা অনেক বেড়েছে। এলাকায় দীর্ঘক্ষণ তাপমাত্রা কম থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি বিবেচনা করা যেত।

গতকাল প্রথমে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর কয়েক ঘণ্টা পরই পরিবর্তিত চিঠিতে নতুন নির্দেশনা দেওয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে একই নির্দেশ দেওয়া হয়।

এ আদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬, সীতাকুণ্ডে ৯ দশমিক ৫, ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

11h ago