নতুন ইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম দেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসমূহ ও কেউ ব্যক্তিগতভাবে আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, 'রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজের নাম প্রস্তাব করতে পারবেন।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে ([email protected]) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

34m ago