শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠনে প্রস্তুত: ফিন্যান্সিয়াল টাইমসের পডকাস্টে ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে অংশ নিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে সমর্থনও দিয়েছেন। 

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার সময় ফিন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা জানান ড. মুহাম্মদ ইউনূস।

গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় প্রায় ২০ মিনিটের এই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ড. ইউনূস বলেন, 'শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার একটি ভালো সম্ভাবনা আছে। শুরুতে যখন আমরা উপদেষ্টা পরিষদ গঠন করি, তখন আমি তিন শিক্ষার্থীকে উপদেষ্টা পরিষদে রাখি। তারা ভালো কাজ করছে।'

'এখন ছাত্ররা বলছে, "আমরা নিজেরাই কেন একটি রাজনৈতিক দল গঠন করছি না?" কিন্তু তাদের বলা হচ্ছে, "তোমরা সুযোগ পাবে না, একটি আসনও পাবে না।" কেন? কারণ "কেউ তোমাদের চেনে না।" আমি বললাম, পুরো জাতি তাদের চেনে। (রাজনৈতিকভাবে) তারা যা করতে চায়, করতে দেওয়া হোক,' যোগ করেন তিনি। 

শিক্ষার্থীদের সম্ভাব্য এই রাজনৈতিক দলে বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি। 

ড. ইউনূস বলেন, 'দল গঠনের প্রক্রিয়ায় তারা বিভক্তও হয়ে যেতে পারে। এটাও একটা বিপদ। কারণ রাজনীতি শুরু হলে অন্যান্য রাজনীতিবিদরা তাদের প্রভাবিত করার চেষ্টা করবে। দেশের রাজনীতির প্রচলিত যে ধারা, তা থেকে তারা (শিক্ষার্থীরা) নিজেদের আলাদা রাখতে পারবে কি না, জানি না,' বলেন ড. ইউনূস।

তবে বিভাজনের আশঙ্কা নিয়েই শিক্ষার্থীদের এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, 'ছাত্ররা প্রস্তুত। তারা প্রচার চালাচ্ছে এবং দেশের সর্বত্র সংগঠিত হচ্ছে।'

পডকাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, 'আমরা তাকে বলেছি, "আপনি (দিল্লিতে বসে) কী করবেন, ঠিক করুন। আইনগতভাবে আপনাকে (দেশে) ফিরতেই হবে।" 

দিল্লিতে বসে সাবেক এই স্বৈরশাসক 'বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন' বলেও অভিযোগ করেন ড. ইউনূস।

গিডেয়েন র‌্যাচম্যানের পডকাস্টে ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী প্রচারণা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, 'তারা শিরোনাম করছে, ইউনূস সন্ত্রাসী। তিনি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বাংলাদেশে তালেবানি শাসন কায়েম করতে চান। কিংবা, এই ইউনূসকে মার্কিনিরা পাঠিয়েছে। এই পুরো পরিকল্পনাই (জুলাই অভ্যুত্থান) মার্কিনিদের সাজানো।'
 
তিনি জানান, এরকম মিথ্যা প্রচারণা নিয়ে দিল্লির সঙ্গেও যোগাযোগ করেছে তার সরকার। 

'ভারত সরকার বলছে, এগুলো তারা করছে না, গণমাধ্যম (নিজে থেকেই) এসব করছে,' যোগ করেন ড. ইউনূস।

এছাড়া, পডকাস্টে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ঢাকায় এসে বাংলাদেশকে 'প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি' দিয়েছেন।

তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে 'সঠিক পথে আনতে' ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago