রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে ভিসির বাসভবন অবরোধ

রাবির উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ অবস্থান। ছবি: স্টার

অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। এতে কয়েকশ বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিক্ষোভ শেষ হয়।

রাবির সাবেক শিক্ষার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, 'একটি কুচক্রী মহল রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) নির্বাচনকে বন্ধ করার পাঁয়তারা করছে। তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল ফাটিয়ে রুয়া নির্বাচনকে বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছে। এর চেয়ে জঘন্য কিছু আর হতে পারে না। আমরা এই নির্বাচন যেকোনো মূল্যে আদাই করে ছাড়ব।'

গতকাল বুধবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় রাবি কর্তৃপক্ষ।

আগামী ১০ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

'সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করেছে এই প্রশাসন। নির্বাচন যদি ১০ মে না হয়, তাহলে আমরাও জানি কীভাবে চাপ সৃষ্টি করতে হয়,' বলেন ইমাজ উদ্দিন মণ্ডল।

তার মতে, রুয়ার সাড়ে আট হাজারের বেশি আজীবন সদস্য অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

১০ মে নির্বাচনের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভে রাবির শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'আমরা শিবিরের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি—ভিসি স্যার নির্বাচনের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। এই প্রশাসন যদি রুয়া নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচন কীভাবে দিবে?'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago