ভোগান্তিতে নয়াপল্টন ও এর আশেপাশের এইচএসসি পরীক্ষার্থীরা

কেন্দ্রের পথে পরীক্ষার্থীরা। ছবি: রাফিউল ইসলাম/স্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা ও এর আশেপাশের গলি অবরুদ্ধ করে রাখায় ভোগান্তিতে পড়েছে ওই এলাকার এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে শুধু পুলিশের উপস্থিতি। এর আশেপাশের গলিগুলোর প্রবেশ মুখের গেট বন্ধ করে রেখেছে পুলিশ।

এই এলাকার কলেজগুলোতে যেসব এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আসতে হচ্ছে তারা পড়েছেন ভোগান্তিতে। অনেকে ঘুরে অন্য এলাকা দিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলেও কয়েকজনকে দেখা যায় নয়াপল্টনের এই সড়ক দিয়েই পরীক্ষার হলের দিকে যেতে।

সকাল সোয়া ১০টার দিকে নটরডেম কলেজের কয়েকজন শিক্ষার্থীকে দেখা যায় আরামবাগ মোড় থেকে পায়ে হেঁটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন, 'এমনিতেই পরীক্ষা নিয়ে চিন্তায় আছি। তারপরে আবার এই এলাকায় এই পরিস্থিতি। অন্য দিক দিয়ে যাব, সেই উপায় নেই। সব রাস্তায় প্রচণ্ড জ্যাম। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নয়াপল্টনের এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। নইলে আজ আর পরীক্ষা দিতে পারব না।'

উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং দুপুর ২টা থেকে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ২ পাশে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে।

এইচএসসি পরীক্ষার্থী
নয়াপল্টন হয়ে পরীক্ষার কেন্দ্রের দিকে যাচ্ছেন কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। ছবি: মামুনুর রশীদ/স্টার

এর আগে গতকাল বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ ঘটনায় বিএনপির ১ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছেন।

এ বিষয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আজকের পুলিশি সন্ত্রাসে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। অনেকে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ জানতে পেরেছি এখন পর্যন্ত আমাদের একজন নেতা মারা গেছেন। আরও অন্তত একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি চিকিৎসাধীন আছেন।'

'আশঙ্কাজনক আহতের সংখ্যা বাড়তে পারে। পুলিশের আকস্মিক বর্বরোচিত আক্রমণে আমরা এখনো সম্পূর্ণ তথ্য পাইনি। আহতদের খবর নেওয়ার চেষ্টা করছি,' বলেন তিনি।

গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এই নেতারা ছাড়াও বিএনপির ২ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago