শিক্ষা সংস্কারে কোনো কমিটি করা হয়নি, যেটি সবচেয়ে আগে প্রয়োজন ছিল: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু শিক্ষায় সংস্কারের কোনো কমিটি করে নাই। যেটা সবচেয়ে আগে করা প্রয়োজন ছিল।'

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশের অনেক সমস্যা থাকলেও প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে। কিছু অবশিষ্ট আছে বলে আমার আর মনে হয় না।'

তিনি বলেন, প্রা'ইমারি স্কুল থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় দেখা যায় এর মান এত নিচে চলে গেছে যে এটা বলে বোঝানো যাবে না।'

মির্জা ফখরুল বলেন, 'অসংখ্য স্কুল তৈরি হয়েছে। এমপিওভুক্ত করে কলেজ তৈরি হয়েছে অনার্স-মাস্টার্স সেখানে রয়েছে। সেখানে কোনো শিক্ষক নেই। কিন্তু অনার্স খুলে বসে আছে।'

তিনি বলেন, 'সবাই আর্টস পড়ে, খুব কম পড়ে কমার্সে, সায়েন্স তো কেউ পড়েই না আজকাল।

তিনি বলেন, 'এই যে সারাদেশের অসংখ্য শিক্ষিত বেকার এটা তো একটা বড় সমস্যা। এটা কিন্তু কেউ আমরা চিন্তা করছি না।'

অন্তর্বর্তী সরকারের সবার আগে শিক্ষা সংস্কারে কমিশন করা প্রয়োজন ছিল জানিয়ে তিনি বলেন, 'গোটা গণ্ডগোলের মূলে ওই জায়গাটা। যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি না থাকে তাহলে আমি কী দিতে পারব বা কী নিতে পারব? সমাজের কোন পরিবর্তনটা আমি আনতে পারব? আমি নিজের পরিবারের জন্য কী পরিবর্তন আনতে পারব।'

স্কুল-কলেজে ভর্তি লটারির মাধ্যমে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'এটা কোন ব্যবস্থা? কী লাভ এটাতে। কী তৈরি হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। শিক্ষা ব্যবস্থায় যা চলছে এদিকে কেউ দৃষ্টি দিচ্ছে না, পরিবর্তন করার কোনো চেষ্টাও করা হচ্ছে না।'

 

Comments

The Daily Star  | English

UN urges probe after protesters killed in Nepal

The United Nations on Monday demanded a swift and transparent investigation after Nepal police were accused of opening fire on protesters

26m ago