ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে একাধিক বিস্ফোরণ

ফাইল ফটো | ছবি: রয়টার্স

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে তারা সন্দেহ করছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এই তথ্য জানিয়েছে।

'আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছি, মনে হচ্ছে যেন সব জায়গায় বোমা ফাটছে,' বিজেপির (ভারতীয় জনতা পার্টি) একজন জ্যেষ্ঠ সদস্য ভারিন্দার জিৎ সিং এএফপিকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, 'সেখানে পুরোপুরি ব্লাকআউট হয়েছে।'

জম্মুর বাসিন্দা লিয়াকত বলেন, 'আমি অনেক বিস্ফোরণের শব্দ শুনেছি এবং বিদ্যুৎ চলে গেছে।'

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েকটি জায়গা এবং পাশের শহর আখনুর, সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে।

'আমাদের সেনা স্থাপনাগুলো হামলার মুখে পড়েছে। জম্মুর পাঁচ জেলায় এটা ঘটছে,' রয়টার্সকে বলেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা।

তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছিলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ 'ক্রমে নিশ্চিত' হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিচালক শেষ পল ভাইদও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'বিকট শব্দে বিস্ফোরণ' হয়েছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত কমাতে ঘনিষ্টভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

16m ago