টেস্টে দুই স্তরের কাঠামো চাইলেন শাস্ত্রী

Ravi Shastri

দুই স্তরের টেস্ট ক্রিকেটের আলোচনা পুরনো, সেই আলোচনাই আবার নতুন করে আলোয় আনলেন সাবেক ভারতীয় খেলোয়াড় ও কোচ রবি শাস্ত্রী। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তুমুল দর্শকপ্রিয়তার পর শাস্ত্রী বলেছেন, টেস্টে দুই স্তরের কাঠামো করা উচিত। রাখা উচিত উত্তরণ ও অবনমন।

মেলবোর্নে এবার ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট মাঠে বসে উপভোগ করেছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন। যা একটি টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিলো সেই ১৯৩৬-৩৭ মৌসুমে। যখন কিনা কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যান শাসন করতেন ক্রিকেট বিশ্ব এবং খেলা হতো ছয়দিনে। সেবার মেলবোর্নেই দর্শক উপস্থিত ছিলেন ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা শাস্ত্রী বলেছেন টেস্টের এরচেয়ে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে তিনি ভাবতে পারছেন না। তার মতে এটা প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ঝাঁকালো সময়েও পাঁচদিনের খেলা তার আবেদন ধরে রেখেছে।

৬২ পেরুনো প্রাক্তন ক্রিকেটারের মতে টেস্ট ক্রিকেটকে টিকে থাকলে হলে বড় দলগুলোর মধ্যে বেশি বেশি খেলা দরকার, 'দর্শক উপস্থিতি শতবছরের মধ্যে ভেঙে যাওয়ার কারণ বড় দলগুলো খেললে এটা সেরা আবেদন তৈরি করে, রোমাঞ্চ, উত্তেজনা তৈরি করে।'

অস্ট্রেলিয়ান পত্রিকায় কলামে শাস্ত্রীর মন্তব্য, 'আইসিসিকে স্মরণ করিয়ে বলতে চাই সেরা যদি সেরার বিপক্ষে খেলে তবে টেস্ট ক্রিকেট টিকে থাকবে। অন্য কোন পথ নেই।'

'এটা দেখায় যে কেন দুই স্তর গুরুত্বপূর্ণ ৬ বা ৮ দলকে নিয়ে। এরমধ্যে উত্তরণ ও অবনমনও থাকবে। সেরা দলগুলো না খেললে আপনি এই পরিমাণ দর্শক পাবেন না।'

দুই স্তরের টেস্ট কাঠামোর একটা চিন্তা ছিলো আইসিসির, পরে সেটা আলোর মুখ দেখেনি। সেই চিন্তাকেই আবার জাগাতে বলছেন শাস্ত্রী, সঙ্গে কিছু সংশোধন করে নতুন কাঠামো করতে বলছেন তিনি। এই ক্রিকেট বিশেষজ্ঞ আরও বলেন, 'সোমবারের রোমাঞ্চ আমাদেরও আরও প্রমাণ দেয় যে টেস্ট পাঁচ দিনেরই থাকা উচিত।'

মেলবোর্নে ১৮৪ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ভারতকে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে হলে সিডনিতে জিততেই হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর টেস্ট ক্রিকেটের আমেজ বৃদ্ধি পেয়েছে। তবে এই আসরে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯ দলই খেলে আসছে। এই দলের বাইরের তিন দল সুযোগ পাচ্ছে না। দুই স্তর ও অবনমন (রেলিগেশন), উত্তরণ চালু হলে সবার সমান সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। টেস্ট চ্যাম্পিয়নশিপে যে দল সবার নিচে থাকবে তারা নেমে যাবে পরের স্তরে। পরের স্তর থেকে যারা সবার উপরে থাকবে তারা উঠে আসবে। এতে করে টেস্ট ঘিরে বাড়তে পারে আগ্রহ।

Comments

The Daily Star  | English
Chittagong port containers

Exports fall for fifth straight month to $3.96b in December

During the first half of fiscal year 2025–26, total export earnings stood at $23.99 billion, down 2.19%

2h ago