পিএসএলের অভিষেকে ঝলক দেখিয়ে প্রশংসায় ভাসছেন রিশাদ

Rishad Hossain

পিএসএলে গিয়ে প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি রিশাদ হোসেনের। তার দল লাহোর কালান্দার্সও পায় হারের স্বাদ। পরের ম্যাচেই একাদশে বদল এনে বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডারকে সুযোগ দেয় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি। অভিষেকেই ঝলক দেখিয়ে তিন উইকেট নেন রিশাদ। দলের জয়ে অবদান রাখা রিশাদ দলের মালিক থেকে ক্রিকেটার সবার প্রশংসায় ভাসছেন।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৩১ রানে রিশাদ দেন ৩ উইকেট। ঝড় তোলা বিপদজনক রাইলি রুশোকেসহ আউট করেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে। ম্যাচের অন্যতম সেরা ইম্পেক্ট পারফর্মারদের একজন হন তিনি।

খেলা শেষে ড্রেসিংরুমে দলের উদ্দেশ্যে অন্যতম মালিক ও সিইও সামিন রানার একটি বক্তব্য প্রচার হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে আলাদা করে রিশাদের প্রশংসা করতে দেখা যায় এভাবে, 'বাংলাদেশি ভাইকে নিয়ে কী বলব...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেমন বল করেছ তাতে দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সবাই বুঝে গেছে আমাদের বোলিং আক্রমণ আসরের সেরা।'

আরেকটি ভিডিওতে ড্যারেল মিচেলের সঙ্গে আলাপে স্যাম বিলিংসের কথাতেও আসে রিশাদের প্রসঙ্গ, 'আমাদের কিছু দক্ষ বোলার আছেন। আমার মনে হয় রিশাদ যেভাবে খেলেছে তাতে দারুণ। সে অসাধারণ বল করেছে, স্পিন করাতে পেরেছে। সে রাইলি রুশোকে আট করেছে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আমি তার নৈপুণ্যে খুশি।'

এবার পিএসএলে পুরো আসরে খেলার ছাড়পত্র পেয়ে পাকিস্তান গেছেন রিশাদ। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে তিনি যেমন পারফর্ম করলেন তাতে এই টুর্নামেন্টে বাকি সব ম্যাচই তাকে খেলতে দেখা যাওয়ার কথা।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago