চীনে ১১ তলা থেকে পড়ে গ্যাবনিজ ফুটবলারের মৃত্যু

ছবি: রয়টার্স

মাত্র ২৮ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল অ্যারন বুপেনজার। গ্যাবন জাতীয় ফুটবল দলে খেলা ফরোয়ার্ড মারা গেলেন চীনে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে।

দেশটির ফুটবল ফেডারেশন (ফেগাফুট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বুপেনজার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

২০১৬ সাল থেকে গ্যাবনের জার্সিতে খেলেছেন বুপেনজা। জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে ৮ গোল পেয়েছেন তিনি। ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ সালের আফ্রিকা কাপ অব নেশন্সেও (আফকন) দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার ওই আসরে কমোরোসের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, 'বুপেনজাকে একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে স্মরণ করা হবে, যিনি ক্যামেরুনে আফকন চলাকালীন তার দক্ষতার ছাপ রেখেছিলেন। ফেগাফুট ও গ্যাবনের ফুটবল অঙ্গন তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।'

এক দশকের ক্লাব ক্যারিয়ারে ফ্রান্স, তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র, রোমানিয়া ও চীনের বেশ কয়েকটি দলে খেলেছেন বুপেনজা। গত জানুয়ারিতে তিনি রোমানিয়ান ক্লাব র‍্যাপিড বুখারেস্ট ছেড়ে নাম চাইনিজ ক্লাব ঝেজিয়াং এফসিতে। সেখানে বেশ ছন্দে ছিলেন। ৬ ম্যাচে করেছিলেন ৪ গোল।

বুপেনজার মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রোমানিয়া ও গ্যাবনের গণমাধ্যমের খবর অনুসারে, এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্যাবনের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল ব্রাইস ক্লোটেয়ার ওলিগুই এনগুয়েমা বুপেনজার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বুপেনজাকে 'একজন প্রতিভাবান সেন্টার ফরোয়ার্ড, যিনি গ্যাবনিজ ফুটবলের জন্য সম্মান বয়ে এনেছিলেন' হিসেবে বর্ণনা করেছেন।

Comments

The Daily Star  | English

Ex-CEC Habibul Awal calls 2024 polls ‘farcical’

‘If I am not allowed to justify myself, then shoot me,’ Awal lashes out in court

1h ago