আটক নারীর নাম ক্যারেন পেটুলা স্টাফলি। তিনি গায়ানার নাগরিক। গত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ঢাকায় আসেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, পার্সেলটি বাহামাসের নাগরিক ৫৪ বছর বয়সী স্তাতিয়া শানতাই রোলের।