‘হাদির আততায়ীর বিচার ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে।’
গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলায় ভ্যানচোর সন্দেহে প্রদীপ লাল রবিদাস ও তার মামা-শ্বশুর রূপলাল রবিদাসকে আটক করে স্থানীয় কয়েকজন। অল্প সময়ের মধ্যেই মব তৈরি করে দুজনকে পিটিয়ে হত্যা করা...
প্রদীপ আগে ফুটপাতে জুতা সেলাই করতেন। ছয় বছর আগে অসুস্থ হয়ে পায়ের গোড়ালি কেটে ফেলতে হয়েছিল। পরে জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সহায়তায় একটি ব্যাটারিচালিত ভ্যান পান। সেটি চালিয়েই কোনো রকমে সংসার চালাচ্ছিলেন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার এসব ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।