গুগল ক্রোমের গতি বাড়াতে নতুন ফিচার ‘ট্যাব মেমোরি ইউসেজ’

গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে সুপরিচিত ব্রাউজার। ছবি: সংগৃহীত
গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে সুপরিচিত ব্রাউজার। ছবি: সংগৃহীত

 

আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহারের সময় গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব একসঙ্গে খুলে রাখি। এতে ডিভাইসের গতি ধীর হতে শুরু করে। তবে সুনির্দিষ্ট এক বা একাধিক ট্যাব বন্ধ করলেই ডিভাইসের গতি বেড়ে যায়।

বেশি মেমোরি খরচ হচ্ছে এমন ট্যাব চিহ্নিত করে সেগুলো বন্ধ করার জন্য নতুন ফিচার এনেছে ক্রোম, যার নাম 'ট্যাব মেমোরি ইউসেজ।'

ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে গুগল ক্রোম সবচেয়ে জনপ্রিয় হলেও প্রচুর মেমোরি ব্যবহারের জন্য এটি দুর্নাম কুড়িয়েছে।

বিগত কয়েক বছর ধরে গুগল এ বিষয়টি সংশোধনের চেষ্টা চালাচ্ছে। এই উদ্যোগে সর্বশেষ সংযোজন হিসেবে নতুন ফিচারটি চালু করা হয়েছে। যারা অনেক ট্যাব খুলে কাজ করেন, তাদের বিশেষ উপকার হবে এতে।

ট্যাব মেমোরি ইউসেজ ফিচার। ছবি: সংগৃহীত
ট্যাব মেমোরি ইউসেজ ফিচার। ছবি: সংগৃহীত

একটি ট্যাব কী পরিমাণ মেমোরি ব্যবহার করছে তা দেখা বেশ সহজ। এর জন্যে ব্যবহারকারীদের শুধু ট্যাবের উপর তাদের মাউস কার্সর রাখলেই চলবে। কার্সর রাখলে একটি পপ-আপ উইন্ডোতে ব্যবহৃত র‌্যাম বা মেমোরির পরিমাণ মেগাবাইট এককে দেখানো হবে।

যে ট্যাবগুলো বেশি মেমোরি দখল করছে, সেগুলো বন্ধ করে দিয়ে খুব দ্রুত ও উপযোগিতার সঙ্গে ডিভাইস বা ইন্টারনেট ব্রাউজিংয়ের গতি বাড়ানো সম্ভব।

এই ফিচার দ্রুত ও সুবিধাজনক উপায়ে বেশি মেমোরি খরচ করা ট্যাব শনাক্ত মাধ্যমে ব্রাউজারের পারফরম্যান্স বাড়াবে। ইন্টারনেট ব্যবহারে ধীরগতি ও ক্র্যাশ ঠেকাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

ট্যাব মেমোরি ইউসেজ ফিচার ধীরে ধীরে সব ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

নতুন ট্যাব মেমোরি ইউসেজ ফিচার ছাড়াও, সার্বিকভাবে মেমোরি ব্যবস্থাপনার জন্য গুগল আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে।

ডাবলিনে গুগলের কার্যালয়। ছবি: রয়টার্স
ডাবলিনে গুগলের কার্যালয়। ছবি: রয়টার্স

সম্প্রতি, ক্রোম এনার্জি সেভার নামক একটি ফিচার নিয়ে এসেছে। যা অ্যানিমেশন, স্মুদ স্ক্রোলিং, ভিডিও ফ্রেম রেটের মতো ভিজ্যুয়াল ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিগুলোকে সীমিত করার মাধ্যমে ব্যাটারির চার্জ বাঁচাতে সাহায্য করবে। ল্যাপটপ ব্যবহারকারীদের বিশেষ কাজে আসতে পারে এই ফিচার।

আপনি চাইলে ক্রোমের সেটিংস থেকে পারফরম্যান্স ট্যাবে গিয়ে এই ফিচার চালু বা বন্ধ করতে পারবেন।

এছাড়া, ট্যাব প্রায়োরিটাইজেশন নামের আরেকটি ফিচারও গুগল নিয়ে এসেছে, যেটি সক্রিয় ট্যাবগুলোকে অগ্রাধিকার দিয়ে সেগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি করে।

গ্রন্থনা: আহমেদ বিন কাদের অনি

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া, ৯টু৫গুগল

 

Comments

The Daily Star  | English

BNP, Yunus meeting underway at Jamuna

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

38m ago