ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের ২ প্রতিষ্ঠান

বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে। ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়ার সম্ভাবনাময় ১০০ নতুন স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। 'ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ' নামে এই তালিকায় কৃষি (এগ্রিকালচার) ও উৎপাদন ও শক্তি (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি) বিভাগ থেকে বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি স্থান পেয়েছে।

সোমবার প্রকাশিত এই তালিকায় বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ ও বিনিয়োগ পাওয়ার ওপর ভিত্তি করে সেরা ১০০টি স্টার্টআপকে নির্বাচন করা হয়েছে।

চতুর্থবারের মতো প্রকাশিত এ তালিকায় ভারতের সর্বোচ্চ ২০টি স্টার্টআপ রয়েছে। এরপর রয়েছে সিঙ্গাপুরের ১৫টি, চীনের ১০টি, জাপানের ৯টি ও ইন্দোনেশিয়ার ৮টি স্টার্টআপ।

এবারের তালিকায় ১৬ দেশের ১০টি শিল্প খাতের প্রতিষ্ঠান রয়েছে। ফোর্বস জানিয়েছে, অভিনবত্ব ও প্রবৃদ্ধি সম্ভাবনাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। তালিকার প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ২০০ কোটি ডলার বিনিয়োগ জোগাড় করেছে।

বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে। ছবি: সংগৃহীত

টাইগার নিউ এনার্জি

২০২২ সালে প্রতিষ্ঠিত হয় টাইগার নিউ এনার্জি। এই প্রতিষ্ঠানটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সোয়াপিং সমাধান দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১০০টি ব্যাটারি সোয়াপিং স্টেশন পরিচালনা করছে। এগুলোর মাধ্যমে ইলেকট্রিক থ্রি-হুইলার, গাড়ি ও অন্যান্য যানবাহনকে সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে এডিবি ভেঞ্চারের কাছ থেকে ১০ লাখ ডলার ও ২০২৩ সালে ওয়েভমেকার পার্টনার্সের কাছ থেকে ২৫ লাখ ডলার সিড ফান্ড পেয়েছে। 

আইফার্মার

কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার বাংলাদেশের কৃষকদের পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ সেবা দিয়ে থাকে। বীজ, কীটনাশক, সার ও ফিডের মতো কৃষি উপকরণ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। আইফার্মারের 'সফল'অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইফার্মার আইডিএলসি ভেঞ্চারসের নেতৃত্বে ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে।

 

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

3h ago