আবারও সড়ক অবরোধে তিতুমীর শিক্ষার্থীরা

গত বৃহস্পতিবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ছবি: শাহীন মোল্লা/স্টার

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে অনশন কর্মসূচি চলার ভেতর আবারও সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টার দিকে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এতে আমতলী মোড় থেকে গুলশান-১ ও গুলশান-১ থেকে আমতলী পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিন দুপুর ২টার দিকে ঘটনাস্থলে শতাধিক শিক্ষার্থীকে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর সানি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সাত দফা দাবি এখন এক দফায় এসে ঠেকেছে। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা ছাড়া আমরা আন্দোলন থেকে সরব না।'

সড়ক অবরোধের পাশাপাশি অনশনও চলছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

জাহাঙ্গীর আরও বলেন, 'ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সে হিসেবেও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত।'

গত বৃহস্পতিবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবারও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

এদিন বিকেলে তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, তিতুমীর কলেজসহ ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

একইসঙ্গে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, 'তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই'।

দুর্ভোগ। ছবি: শাহীন মোল্লা/স্টার

বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি নিয়ে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছেন তিতুমীরের শিক্ষার্থীরা।

এর আগে গত সোমবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণাও দেওয়া হয় তখন। সেই সঙ্গে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে 'শাটডাউন তিতুমীর' কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীরা এর আগে ৭ জানুয়ারি শিক্ষালয়টির প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানিয়ে দেন।

একই দাবিতে গত ১৮ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

 

Comments

The Daily Star  | English

16 killed as police open fire on Gen Z protest in Nepal

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

4h ago