হাওর এলাকায় নতুন সড়ক নির্মাণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওরে নতুন করে এমন কোনো সড়ক নির্মাণ না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

হাওর এলাকায় আর কোনো নতুন সড়ক নির্মাণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার একনেক মিটিংয়ে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকায় আর কোনো নতুন সড়ক হবে না। প্রয়োজনে উড়াল সড়ক তৈরি করে যোগাযোগের ব্যবস্থা করা হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে পানির স্বাভাবিক প্রবাহের জন্য ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর জন্য বিশেষ প্রকল্প নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ প্রকল্প দ্রুত পাশ করা হবে।

পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করায় হাওর এলাকায় ক্ষতি হয়েছে। ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেওয়ার সময় এমন ক্ষতি যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে, তিনি যোগ করেন।   

Comments

The Daily Star  | English

Inside Shibir’s Ducsu domination: What the numbers reveal

Liberation war post delivers shock win for Shibir-backed candidate

3h ago