৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ৬৮ কোটি টাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের ৪ মোবাইল অপারেটরদেরর কাছে সরকারের পাওনার পরিমাণ ১৩ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে বকেয়া ১০ হাজার ৫৮০ টাকা এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে বকেয়া এক হাজার ৬৩১ কোটি টাকা।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের বাবলার এক প্রশ্নের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, 'গ্রামীণফোনের অডিট আপত্তির পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে পরিশোধ করেছে দুই হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবির আজিয়াটার ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। এর মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। তাদের বকেয়া ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা। 
টেলিটকের কাছে বকেয়া ১ হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা।'

তিনি জানান, গ্রামীণ, রবি ও সিটিসেলের বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান।

আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার জানান, ২০১২ সালে দেশে মোবাইল গ্রাহক ছিল ৮ কোটি ৬৬ লাখ। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ। একইসমেয় দেশে থ্রি-জি ও ফোর-জি সেবা ছিল না। বর্তমানে থ্রি-জি গ্রাহক ৩ কোটি ১৯ লাখ এবং ফোর-জি ৭ কোটি ৫৪ লাখ।

তিনি আরও জানান, ২০১২ সালে ইন্টারনেট গ্রাহক ছিল ২ কোটি ৮৯ লাখ, এখন (২০২২) তা বেড়ে হয়েছে ১২ কোটি ৪২ লাখ। ২০১২ সালে দেশে টেলিডেনসিটি ছিল ৬০ দশমিক ৯ শতাংশ, এখন টেলিডেনসিটি ১০৫ দশমিক ৮৫ শতাংশ। ইন্টারনেট ডেনসিটি ছিল ১৯ দশমিক ৯৯ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৫৭ শতাংশ।

Comments

The Daily Star  | English
Bangladesh bank buys dollar

Bangladesh Bank buys $353 million more from 26 banks

So far, the banking watchdog has purchased $1.74 billion in the current fiscal year

1h ago