আইএমএফ প্রস্তাবিত সংস্কার: এনবিআর বিলুপ্ত করে নতুন দুই বিভাগ

রাজস্ব বোর্ড
ছবি: সংগৃহীত

একনজরে

  • আইএমএফের প্রস্তাব অনুযায়ী এনবিআর বিলুপ্ত করা হয়েছে
  • রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠন
  • নীতি বিভাগ কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে
  • ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও কাস্টমস আদায়, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে

অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে এর পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করেছে। কর প্রশাসন আধুনিকায়ন ও রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী করনীতি ও প্রশাসনের মধ্যে বিভাজন নিশ্চিত করতে অধ্যাদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতরাতে এই অধ্যাদেশ জারি হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএমএফ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।

'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫'-এর অধীনে সরকার রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করবে।

নীতি বিভাগ কর আইন প্রণয়ন, করহার নির্ধারণ ও আন্তর্জাতিক কর চুক্তি তদারকি করবে। ব্যবস্থাপনা বিভাগ আয়কর, ভ্যাট ও কাস্টমস আদায়, অডিট ও কমপ্লায়েন্স দেখভাল করবে।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন বাংলাদেশ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। সরকারি অর্থব্যবস্থা শক্তিশালী করতেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শাসন ব্যবস্থার জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে।

তবে কিছু রাজস্ব কর্মকর্তা এনবিআরে এই পরিবর্তনের বিরোধিতা করছেন। তাদের দাবি অনুযায়ী, অভিজ্ঞ কর ও কাস্টমস কর্মকর্তাদের নীতিনির্ধারণী ভূমিকা উপেক্ষা করা হয়েছে খসড়া অধ্যাদেশে।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

1h ago