এনবিআর কর্মকর্তাদের শাটডাউন: চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বন্ধ, ভোগান্তি

চট্টগ্রাম কাস্টমস হাউস। স্টার ফাইল ছবি

সারাদেশের মতো চট্টগ্রাম কাস্টমস হাউসেও এনবিআর কর্মকর্তাদের লাগাতার কমপ্লিট শাটডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। বিশেষ করে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি পণ্য জাহাজীকরণে বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

আজ শনিবার সরেজমিনে চট্টগ্রাম কাস্টমস হাউস ঘুরে দেখা গেছে, প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় অফিসকক্ষগুলো প্রায় ফাঁকা। ফলে আমদানি করা পণ্যের শুল্কায়ন ও খালাস কিংবা রপ্তানি পণ্যের শুল্কায়ন শেষে জাহাজে ওঠানোর কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি পূর্বে শুল্কায়ন সম্পন্ন হওয়া চালানগুলোর খালাসেও জটিলতা দেখা দিয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং ও পরীক্ষণ না করায় বন্দর কর্তৃপক্ষও এসব পণ্য ছাড় দিচ্ছে না।

এ বিষয়ে নীরা ফ্যাশনের অপারেশন ম্যানেজার জুয়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমাদের ১২ কনটেইনার টি-শার্টের একটি চালান চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এখন আন্দোলন কতদিন চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।'

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, 'গত কয়েকদিন আমদানি পণ্য খালাস বন্ধ থাকলেও রপ্তানি কার্যক্রম চলমান ছিল। কিন্তু আজ থেকে রপ্তানি পণ্য শুল্কায়ন এবং জাহাজীকরণও বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।'

এদিকে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

একইসঙ্গে সারাদেশের রাজস্ব দপ্তরগুলো থেকে এনবিআর অভিমুখে 'শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর' কর্মসূচি পালিত হচ্ছে।

সংস্কার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ অন্যান্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

একইসঙ্গে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়।

পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং দেশের স্বার্থে যৌক্তিক দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি পালিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

6h ago