যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার ব্যাপারে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলেছে, দেশগুলো যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তি না করে, যাতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে।

আজ সোমবার রয়টার্সের এক প্রতিবেদনের বলা হয়েছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে এমন হুঁশিয়ারি দেওয়া হলো।​

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, 'চীন দৃঢ়ভাবে এমন যেকোনো চুক্তির বিরোধিতা করবে যা চীনের স্বার্থের ক্ষতি করে এবং প্রয়োজনে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।'

এই বিবৃতি এমন একটি সময়ে এসেছে যখন ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পায়।​

চীন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে, তারা তথাকথিত 'সমতা'র নামে সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সবাইকে 'পারস্পরিক শুল্ক' আলোচনায় বাধ্য করছে।​

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা তাদের নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অন্যান্য দেশের সঙ্গে সংহতি জোরদার করতে ইচ্ছুক।​

এদিকে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০টি দেশের সঙ্গে শুল্ক ছাড় সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে। জাপান ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।​

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তিনটি দক্ষিণ-পূর্ব এশীয় দেশ সফর করেছেন, যেখানে তিনি আঞ্চলিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং একতরফা বাণিজ্যিক দমননীতির বিরুদ্ধে সতর্ক করেছেন।​

শি জিনপিং বলেছেন, 'বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধে কোনো বিজয়ী নেই।'

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

41m ago