আজ এক ‘বড়’ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দেবো: ট্রাম্প

হোয়াইট হাউজে ট্রাম্প। ছবি: এএফপি
হোয়াইট হাউজে ট্রাম্প। ছবি: এএফপি

আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেবেন। এমনটাই জানিয়েছে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে 'বড়' চুক্তির আভাস দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

দ্য নিউইয়র্ক টাইমস ও পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প ইতোমধ্যে ব্রিটেনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে তার সম্মতির কথা জানিয়েছেন। এ বিষয়টি সম্পর্কে জানেন এমন একাধিক সূত্রের বরাত দেওয়া হয় ওই প্রতিবেদনে।

বুধবার ট্রাম্প পোস্ট করে বলেন, একটি 'বিশাল ও খুবই সম্মানিত দেশের" সঙ্গে 'বড় বাণিজ্য চুক্তির' ঘোষণা দেবেন তিনি। তবে পোস্টে দেশটির নাম উল্লেখ করেননি সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্প।

আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেবেন তিনি।

তিনি উল্লেখ করেন, 'আগামীতে আসবে এমন অনেক চুক্তির মধ্যে এটাই প্রথম।'

গত মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের আমদানির পণ্যে বড় আকারে শুল্ক আরোপ করেন। বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার পর সাময়িক ভাবে শুল্ক স্থগিত করেন ট্রাম্প।

দাবি করেন, অংশীদারদের আলোচনা ও দরকষাকষির সুযোগ দিতে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

বেশ কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প দাবি করছেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার দরজায় বাণিজ্য চুক্তির জন্য ধর্না দিচ্ছেন।

তবে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে কী না, সেটা নিশ্চিত নয়। বরং দুই দেশের আলোচনা ও দরকষাকষির পথ সুগম করতে একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে ঘোষণা আসতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইল ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইল ছবি: এএফপি

এ সপ্তাহের শুরুতে ব্রিটেনের সঙ্গে ভারতের একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর এটাই যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি।

চলতি দশকের শুরুতে ব্রেক্সিটের পর থেকেই বিশ্বজুড়ে বাণিজ্য সুসংহত করার চেষ্টা করছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার পর এই প্রক্রিয়াকে আরও গতিশীল করেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

 

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago