কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ছবি: সংগৃহীত

বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের এই দিনে প্রয়াত হন।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর মামার বাড়ি বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।

ছোটগল্প দিয়ে শুরু হলেও লেখকপরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক।  তার প্রকাশিত উপন্যাস ৫০টিরও বেশি, ছোটগল্প ৪০০টিরও বেশি। প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) প্রকাশের সঙ্গে সঙ্গেই শক্তিমান কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পান তিনি। এ ছাড়া ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত এই মানুষটি এক সময় শিক্ষকতা করেছেন এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন।

সাহিত্য কীর্তির জন্য স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রাবেয়া খাতুন।

তার স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্রবিষয়ক প্রথম পত্রিকা 'সিনেমা'র সম্পাদক ও চিত্রপরিচালক। তাদের ৪ সন্তান ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago