টাঙ্গাইল

একুশে পদকপ্রাপ্ত আ. লীগ নেতা ফজলুর রহমান ফারুকের বিরুদ্ধে মামলা

ফজলুর রহমান খান ফারুক। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুকের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা হয়েছে। 

ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত লাল মিয়া আজ রোববার টাঙ্গাইল সদর থানায় এ মামলা করেন। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফজলুর রহমান খান ফারুক (৮৪) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তিনি মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পান।

ওসি জানান, মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মোট ২৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ফারুককে এক নম্বর আসামি করা হয়েছে। দুই নম্বরে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।      

মামলার বিবরনী অনুযায়ী, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা শহরে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

সরকার পতনের পর জেলায় দুই শিক্ষার্থী হত্যা ও আহতের ঘটনায় জেলা সদর, মির্জাপুর ও সখীপুর থানায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে। 

এসব মামলায় জেলার মোট ৮ জন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়। 

Comments

The Daily Star  | English

Jet slams into school, kills 22, mostly children

Toll may rise; around 170 injured, many critically; ISPR says ‘mechanical failure’ caused BAF training plane to plunge into Uttara school

5h ago