গাজীপুরে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনার পর বাসে আগুন দেন উত্তেজিত জনতা। ছবি: সংগৃহীত

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় অটোরিকশার দুইজন যাত্রী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

আজ সকাল ১০টার দিকে গাজীপুরের চন্দনা চৌরাস্তার সঙ্গে যুক্ত শিববাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) স্বপ্না আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, নিহত দুজনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ছামাদ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকামুখী দ্রুতগতির গাজীপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

34m ago