হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর রাত ২টার দিকে উপজেলার বাখরনখর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আহত যাত্রীদের বরাতে ওসি জানান, ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপটিতে বাসাবাড়ির আসবাবপত্রের পাশাপাশি ১৭ জন যাত্রী ছিলেন।

ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt allows 1,200 tonnes of hilsa export to India

The fish will be sent to the neighbouring country for Durga Puja

33m ago