বাগেরহাট

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনা
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে খুলনাগামী মাছবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে খুলনাগামী মাছবাহী ট্রাকের ধাক্কায় ২ ট্রাকের ২ হেলপার নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কে চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মাছবাহী ট্রাকের হেলপার ও খুলনার বাস্তুহারা কলোনির নুর হোসেনের ছেলে ইমন হাসান (২১)।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে তা মেরামতের জন্য দাঁড়িয়ে ছিল। একটি মাছবাহী ট্রাক গোপালগঞ্জ থেকে খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেই ট্রাকটিকে ধাক্কা দেয়।'

'ঘটনাস্থলে ২ ট্রাকের হেলপার নিহত হয়েছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে রাখা আছে।'

Comments

The Daily Star  | English
nepal home minister ramesh lekhak resigns

Nepal Home Minister Ramesh Lekhak resigns amid protests

Resignation follows deaths of 19 people during Gen Z protests

31m ago