ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বিজয় (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী মাহমুদুল হাসান (২২) আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং মাহমুদুল সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিজয়ের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা সড়কে পড়ে থাকা হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।    

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তার ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে যদি বিচ্ছিন্ন হাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া যায়, তাহলে সেই হাত জোড়া লাগানো সম্ভব। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।  

ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

13h ago