মোহাম্মদপুর টাউন হলের কাছে বাসে আগুন

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের কাছে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। 

আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় কিছু সময় পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ২টা গাড়ি কাজ করেছে। 

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম ডেইলি স্টারকে এ তথ্য জানান। 

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে বংশালের তাঁতিবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। 

তাঁতিবাজারে বসু আগুন। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা সারাদেশে এক দিনের হরতাল চলছে। আজ আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। 

এর আগে ভোররাতে রাজধানীর ডেমরায় বাসে আগুনে একজনের মৃত্যু ও আহত হয়েছেন একজন।

এছাড়া সকালে বায়তুল মোকাররমের দক্ষিণে সড়কে বাসে, ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে এবং গাজীপুরের হোতাপাড়ায় ট্রাকে আগুনের ঘটনা ঘটে।

 

Comments

The Daily Star  | English

135 dolphins washed ashore in Kuakata in 8 years; causes unknown

Yet, no post-mortems have ever been performed. Officials say absence of a local lab prevents autopsies

1h ago