একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: ভিডিও থেকে নেওয়া

একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে, একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে।'

'আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে, একটি উগ্রবাদ—তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়,' বলেন তিনি।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে ঠিক একাত্তর সালে আমরা সবাই—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র জাতি, বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেভাবে আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য, আমাদের সেই যে লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষে আমরা কাজ করব।'

তিনি বলেন, 'ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ পেয়েছি একটা নতুন বাংলাদেশ তৈরি করার, নতুন বাংলাদেশ নির্মাণ করার। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আজকে আমরা সবাই অন্তত একটা বিষয় একমত যে, আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব।'

সমাবেশে গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন।

তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; আমার নেতা খালেদা জিয়া ও তারেক রহমান বলেন যে, কখনো এই কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সবার সমান।'

'নিশ্চয়ই অতীতে সব সময় সব কাজ করা সম্ভব হয়নি, অতীতে আপনাদের প্রতি সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। আমি বিশ্বাস করি, আমাদের নেতার (তারেক রহমান) নেতৃত্বে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে, রেইনবো জাতির কথা বলা। আপনাদের সবাইকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট তৈরি করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh suspends US-bound postal parcels as new tariffs bite

Bangladesh suspends US-bound postal parcels as new tariffs bite

The change has left thousands of small businesses and families struggling to send packages to America

11h ago