বিপিএল শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

Bangladesh Cricket Team
এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের এমন সাফল্যের দৃশ্য ছিল কম। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

এবারের বিপিএলের ফাইনালের দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ফাইনালের দুদিন পরই সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ঠাসা সূচির বাস্তবতা মাথায় রেখে বিপিএল শেষ হওয়ার আগেই তাই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।

শনিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিপিএলের প্লে-অফের প্রথম দিনই টুর্নামেন্টের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। প্রথম তিনদিন অনুশীলন হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২৬ ফেব্রুয়ারি মিরপুরে প্লে-অফের এলিমিনেটরে লড়বে ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাভাবিকভাবেই এই চার দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা শুরুর দিন ক্যাম্পে থাকবেন না।

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আগামী ২৯ ফেব্রুয়ারি সিলেটে যাবে বাংলাদেশ দল। বিপিএলের ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা সিলেটে যোগ দেবেন ২ মার্চ। 

এরপর ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে দুদিন আগেই বাংলাদেশে এসেছেন দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গতকাল শুক্রবার মিরপুরে বিপিএলের ম্যাচ উপভোগ করেছেন তিনি। নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও সৌজন্য সাক্ষাতও হয়েছে তার। আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। 

আগের নির্বাচক কমিটি টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে গেছে। নতুন নির্বাচক কমিটি তৃতীয় ওয়ানডে ও দুই টেস্টের দল দেবে। তবে জানা গেছে, এই সিরিজের সব সংস্করণের দলই ঠিক করে গেছে আগের প্যানেল। নতুন নির্বাচক কমিটি সেই দলেই আস্থা রাখবে। বিশেষ প্রয়োজন না হলে সেখানে কোনো বদল আনা হবে না।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago