বিপিএল অভিষেকেই রেকর্ড বরিশালের পাকিস্তানি পেসার আলীর

ছবি: ফরচুন বরিশাল

মোহাম্মদ আলী বলতেই পারেন, 'এলাম, দেখলাম, জয় করলাম।'

বিপিএল অভিষেকে পাকিস্তানের ৩২ বছর বয়সী ডানহাতি পেসার ঠাঁই নিলেন রেকর্ডের পাতায়। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের হয়ে চিটাগং কিংসের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিলেন তিনি। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে চার ওভারে ২৪ রান খরচায় তার শিকার ৫ উইকেট।

বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়া প্রথম বোলার আলী। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।

চিটাগংয়ের ইনিংসের ১৯তম ওভারে আলী মাত্র ২ রান দিয়ে পান ৪ উইকেট। প্রথম বলে সৈয়দ খালেদ আহমেদকে বোল্ড করে দেন তিনি। ধুঁকতে থাকা খালেদ ১ রান করেন ৮ বলে। এক বল পর শামীম হোসেন পাটোয়ারীর একার লড়াই থামে বড় শট খেলার চেষ্টায় ইবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে। ৪৭ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ৭৯ রান করেন শামীম।

শেষ দুই বলে আরাফাত সানি ও আলিস আল ইসলামকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন আলী। পঞ্চম বলে দৌড়ে গিয়ে দারুণ ফিরতি ক্যাচে ২ বলে ১ রান করা সানিকে বিদায় করেন তিনি। শেষ বলে বোল্ড হওয়া আলিস খুলতে পারেননি রানের খাতা। এর আগে নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে আলী আউট করেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে। ৪ বল খেলা মিঠুনের রান ১।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩১ ম্যাচে এই প্রথম ৫ উইকেট নিলেন আলী। তার আগের সেরা ছিল ১৩ রান খরচায় ৪ উইকেট।

বিপিএলে আলীর স্মরণীয় অভিষেকের ম্যাচে টস হেরে আগে ব্যাট করা চিটাগং থেমেছে ৯ উইকেটে ১৪৯ রানে। শেষ দুই ওভারে স্রেফ ৬ রান যোগ করতে পারে দলটি। এতে শিরোপাধারী বরিশালের বিপক্ষে দেড়শর আগেই আটকে যায় তারা।

এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে আসরের ফাইনালে। আর পরাজিত দলের মিলবে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ। আগামী বুধবার একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মোকাবিলা করবে খুলনা টাইগার্সকে।

Comments

The Daily Star  | English
chocolate trend in Bangladesh

Mimi, nostalgia and new bites

Local, global brands offer treats for all budgets, with young people driving the demand

13h ago