‘ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দেই না’, জোড়া গোলের পর রোনালদো

Cristiano Ronaldo

পেশাদার ফুটবলে হাজার গোলের লক্ষ্য নিয়ে খেলতে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো আল-নাসেরের হয়ে আবারও জোড়া গোল করেছেন। নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৯৩১টিতে। তার ঝলকে সৌদি প্রো লিগে দীর্ঘদিন পর চির প্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারিয়েছে নাসের। এই ম্যাচ শেষে নিজের অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড়ে আল-হিলালকে ৩-১ গোলে হারায় আল-নাসের। এক বছর ৮ মাস ও ৭ ম্যাচ পর আল-হিলালকে হারাতে পারল তারা।

নাসেরের তিন গোলের মধ্যে দুটিই করেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে আলি আলহাসানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আল-হিলাল ৬২ মিনিটে এক গোল ফিরিয়ে ফিলেও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন সিআরসেভেন।এই জয়ের পরও ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে আছেন আল-নাসের।

 ম্যাচ জয়ের পর রোনালদো বলেন, তার গোল করার চেয়ে দলের জয় ছিলো বেশি দরকারি, 'এই জয়ে দলের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমার গোল করা গুরুত্বপূর্ণ, তবে জেতা আরও বেশি গুরুত্বপূর্ণ।'

রোনালদো এখন ক্যারিয়ারে যে ধাপে আছেন তিনি গোল করলেই ধরা দেয় কোন না কোন রেকর্ড। প্রথম ব্যক্তি হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের থেকে বেশি দূরে নন তিনি। এই মহাতারকা সেই চূড়ায় উঠতে চাইলেও তা নিয়ে খুব মনোযোগ দেন বলে জানালেন, 'আমি এসপিএল (সৌদি প্রো-লিগ) এবং (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি, ব্যক্তিগত রেকর্ডের দিকে মনোযোগ দিই না।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank plans mergers of troubled banks, NBFIs

Six Islamic banks are likely to be merged initially, said central bank officials.

12h ago