রোনালদোর আল-নাসর অধ্যায় শেষ!

Cristiano Ronaldo

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো আল-নাসর অধ্যায় শেষের ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে অন্যতম সেরা এই ফুটবলার লিখেছে, 'এই অধ্যায় শেষ হয়েছে'।

৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেন। সৌদি ক্লাবের সঙ্গে তার চুক্তি এই গ্রীষ্মে শেষ হচ্ছে।

একটি বিশেষ দলবদল উইন্ডো ১-১০ জুন পর্যন্ত খোলা থাকবে, যাতে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি ক্লাব খেলোয়াড় চুক্তি করতে পারে। আল-নাসের ক্লাব বিশ্বকাপে নেই, যেমনটি আছে অন্য সৌদি দল আল হিলাল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছিলেন , ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রে বর্ধিত টুর্নামেন্টে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকার খেলার বিষয়ে 'আলোচনা চলছে'।

এরকম আলোচনার মাঝে আল নাসেরের জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে রোনালদো সোশ্যাল মিডিয়ায় রহস্যময়ভাবে লিখেছেন, 'এই অধ্যায় শেষ।' 'গল্প? এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।'

আল নাসর গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরে যায়। সৌদি প্রো লিগে তারা তৃতীয় স্থানে শেষ করেছে। দল ভালো না করলেও রোনালদো ২৪ গোল করে লিগের শীর্ষ গোলদাতা ছিলেন। গত বছর, পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী বলেছিলেন যে তিনি আল নাসেরে তার ক্যারিয়ার শেষ করতে পারেন।

রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে এবার ক্লাব বিশ্বকাপে খেলবেন। সম্প্রতি ইউটিউবার এবং স্ট্রিমার আইশোস্পিডে-একটি সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, 'রোনালদোও ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতে পারেন।' কিছু ক্লাবের সাথে আলোচনা চলছে।' এমনকি তিনি মেসি ও রোনালদোকে একই দলের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

23m ago