আরেকটি বিশ্বরেকর্ড ছুঁলেন রোনালদো

বয়সকে যেমন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তরুণদের সঙ্গে সমান তালে পারফর্ম করছেন, তেমনি একের পর এক রেকর্ডের সংখ্যাও বাড়িয়ে নিচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আবারও ছুঁলেন আরেকটি বিশ্বরেকর্ড। গুয়াতেমালার ফরোয়ার্ড কার্লোস রুইজের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে এখন সবচেয়ে বেশি গোল এই পর্তুগিজ তারকার।

মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় হাঙ্গেরিকে ৩-২ গোলে হারানো ম্যাচে পর্তুগালের হয়ে ১৪১তম আন্তর্জাতিক গোল করেছেন রোনালদো। শেষ মুহূর্তে জোয়াও ক্যানসেলোর গোলে নাটকীয় জয় পায় পর্তুগাল, আর সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে উঠে যায় তারা।

৫৮তম মিনিটে স্পটকিক থেকে রোনালদোর গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৪৩তম অফিসিয়াল গোল। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডেও পৌঁছে যান তিনি। রোনালদোর এটি বাছাইপর্বে ৩৯তম গোল, যা এখন সমান হলো অবসর নেওয়া কার্লোস রুইজের সঙ্গে। একইসঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে তিনটি বেশি।

আগামী কয়েক মাসের মধ্যেই বয়স ৪১ পেরোতে চললেও রোনালদো এখনো দারুণ ছন্দে আছেন। বিশ্বকাপ বাছাইপর্বের টানা দুই ম্যাচে তিনি করেছেন তিন গোল। রবার্তো মার্টিনেজের দলকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এখনও সামনে দীর্ঘ পথ বাকি, আর তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই তারকা ফরোয়ার্ড।

আগামী মাসে বাছাইপর্বে আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠের দুই ম্যাচে নামার অপেক্ষায় থাকবেন আল-নাসরের এই তারকা। এখন তার চোখ ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দিকে। স্বাভাবিকভাবেই সেখানেও নিজের গোলসংখ্যা বাড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। একই সঙ্গে রুইজকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও থাকছে তার সামনে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago