৯৫০ গোলের মাইলফলকে রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। শনিবার সৌদি প্রো লিগে বুরাইদাহতে আল হাযমের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন পর্তুগিজ মহাতারকা।

খেলার ৮৮তম মিনিটে রোনালদোর গোলটি আল নাসরের জয় নিশ্চিত করে। ব্যবধান দ্বিগুণ করে ২–০ তে শেষ হয় ম্যাচ। চলতি মৌসুমে এটি তার লিগে ষষ্ঠ এবং সর্বমোট সপ্তম গোল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। তারপর থেকে যেন তিনি রেকর্ড ভাঙার মেশিনে পরিণত হয়েছেন, সৌদি ক্লাবটির জার্সিতে ইতিমধ্যেই ১০০-রও বেশি গোল করে ফেলেছেন।

রোনালদোর এই মাইলফলকের একদিন আগেই তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ভেঙেছিলেন রোনালদোর এক পুরনো রেকর্ড, ইতিহাসের সবচেয়ে দ্রুত ৮৯০ গোল পূরণের কৃতিত্ব অর্জন করে। মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-১ জয়ে দুটি গোল করে মেসির মোট গোল দাঁড়ায় ৮৯১।

দুজনই ক্যারিয়ারের গোধূলি প্রান্তে পৌঁছালেও তাদের উজ্জ্বলতা যেন একটুও ম্লান হয়নি। ৩৮ বছর ১২২ দিন বয়সে মেসি সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের কীর্তি গড়েছেন, যেখানে রোনালদো পৌঁছেছিলেন ৩৯ বছর ৮৯ দিনে। এছাড়া মেসি খেলেছেন ১,১৩১ ম্যাচে, রোনালদো ১,২২০ ম্যাচে।

লা লিগা ছেড়ে দুই মহাতারকা এখন ভিন্ন মহাদেশে খেললেও তাদের প্রতিদ্বন্দ্বিতা ও অনুপ্রেরণা আজও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় জাগিয়ে রাখে। ভবিষ্যতও নিশ্চিত, মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো থাকছেন আল নাসরে ২০২৭ পর্যন্ত। অর্থাৎ, তাদের জাদু উপভোগ করার সুযোগ ফুটবল বিশ্ব পাবে আরও কয়েক বছর।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago