চ্যাম্পিয়ন্স লিগে বিরল কীর্তিতে রোনালদো ও নেইমারের পর কেইন

ছবি: বায়ার্ন মিউনিখ এক্স

হ্যারি কেইনের জোড়া গোলে ভর করে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল বায়ার্ন মিউনিখ। দারুণ পারফরম্যান্সে তার নাম উঠল একটি বিরল কীর্তির তালিকায়, যেখানে আগে ছিলেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার।

বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চেলসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। দুই অর্ধে একবার করে জাল খুঁজে নেন ইংলিশ স্ট্রাইকার কেইন। জার্মান বুন্ডেসলিগার চ্যাম্পিয়নদের অন্য গোলটি আত্মঘাতী। ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাধারীরা ব্যবধান কমায় কোল পালমারের গোলে।

পর্তুগিজ মহাতারকা রোনালদো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ভিন্ন ক্লাবের হয়ে কমপক্ষে ২০টি করে গোল করলেন কেইন। বায়ার্নের জার্সিতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে তার গোল ২১টি, সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের পক্ষেও ২১টি।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫টি গোল করা রোনালদো ২১টি গোল কররেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে, আর নেইমার পিএসজি ও বার্সেলোনার জার্সিতে যথাক্রমে ২২টি ও ২১টি গোল করেছেন।

চেলসির বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে সফল স্পট-কিকে লক্ষ্যভেদ করেন কেইন। তিনিই মোইসেস কাইসেদোর ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি দেন রেফারি। এরপর ৬৩তম মিনিটে চেলসির ভুলের সুযোগের পুরো ফায়দা তুলে আরেকবার গোলের উল্লাস করেন তিনি। ব্যাকপাস দিতে গিয়ে চাপের মুখে তালগোল পাকান মালো গুস্তো। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জাল কাঁপান তিনি।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার (৫৩টি) কীর্তিও এখন কেইনের। সব মিলিয়ে ৫৮ ম্যাচে ৪২টি গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট তার। চূড়ায় ওঠার পথে তিনি সাবেক তারকা মিডফিল্ডার ডেভিড বেকহ্যামকে পেছনে ফেললেন।

ম্যাচের পর ক্রীড়া বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে ৩২ বছর বয়সী কেইন বলেন, 'একটি আনন্দময় রাত কাটল। আমরা সত্যিই কঠিন একটি দলের বিপক্ষে খেললাম, খেলার আগেই আমি সতর্ক করেছিলাম।'

তিনি যোগ করেন, 'চেলসির কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, খেলার ধরনও কখনও কখনও কঠিন মনে হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত জয়টা আসলে আমাদের প্রাপ্য ছিল৷ আর চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিযানের পথে এটি একটি চমৎকার শুরু।'

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago