নেইমারকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে বললেন আনচেলত্তি

এরমধ্যেই নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে একাধিক ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে তার দলে ছিলেন না নেইমার। সম্পূর্ণ ফিট না থাকায় তখন তাকে বিবেচনা করেননি। তবে ২০২৬ বিশ্বকাপের জন্য ভালোভাবেই তার বিবেচনায় আছেন সাবেক বার্সা তারকা। বিশ্বকাপ সামনে রেখে নেইমারকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

সম্প্রীতি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ জানান, ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় নেইমার এখনও গুরুত্বপূর্ণ এক নাম। তবে ফর্মে ফেরা ও ইনজুরি কাটিয়ে সেরা অবস্থায় পৌঁছাতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

আনচেলত্তি বলেন, 'নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।'

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে চোট-জর্জর ক্যারিয়ারের ধারাবাহিকতায় সান্তোসে ফিরে আসার পরও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।

চোটের কারণে অনেক দিন থেকেই ব্রাজিল দলের বাইরে নেইমার। আনচেলত্তির অধীনে ঘোষিত প্রথম স্কোয়াডে জায়গা পাননি একই কারণে। তবে তার অনুপস্থিতিতেও ব্রাজিল এগিয়ে চলেছে। চলতি মাসেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব উতরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? আনচেলত্তি হয়তো সেই সুযোগ দিতেই প্রস্তুত। তবে পরবর্তী বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে তাকে।

Comments

The Daily Star  | English

Vegetable prices skyrocket as erratic rain ravages croplands

Consumers and farmers are bearing the brunt of the radical shift in weather patterns as crops are damaged and retail prices skyrocket.

14h ago