নেইমারের গোলে ফ্ল্যামেঙ্গোকে চমকে দিল সান্তোস

চলতি মৌসুমে এখন পর্যন্ত উড়ছিল ফ্ল্যামেঙ্গো। তবে তাদের মাটিতে নামিয়েছেন নেইমার জুনিয়র। তার দুর্দান্ত নৈপুণ্যে চলতি মৌসুমে তাদের প্রথম হার উপহার দেয় সান্তোস। ম্যাচের একমাত্র গোলটি আসে শেষ মুহূর্তে নেইমারের পা থেকে।

ব্রাজিলের ভিলা বেলমিরোতে ২০২৫ ব্রাজিলেইরাওর ১৪তম রাউন্ডে লিগের শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে সান্তোস।

দীর্ঘদিন পর মাঠে আলো ছড়ানো নেইমারের এই পারফরম্যান্স নতুন করে প্রাণ জুগিয়েছে সান্তোস সমর্থকদের মনে। ম্যাচ জুড়ে ফ্ল্যামেঙ্গো বলের দখল রাখলেও সান্তোস জমাট রক্ষণ আর পাল্টা আক্রমণের কৌশলে এগিয়ে যায় ৮৪তম মিনিটে। ডি-বক্সের মধ্যে দারুণ দক্ষতায় ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন নেইমার।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল সান্তোস। অপরদিকে তিন ম্যাচের জয়ের ধারা থেমে গেল ফ্ল্যামেঙ্গোর, যা ছিল তাদের চলতি লিগে প্রথম পরাজয়। তবে ২৭ পয়েন্ট নিয়ে তারা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে ১৩তম স্থানে এবং ছন্দে ফেরার আভাস দিচ্ছে।

আগামী ২০ জুলাই মিরাসোলের বিপক্ষে খেলবে সান্তোস। স্বাভাবিকভাবেই জয় তুলে জয়ের ধারাটা ধরে রাখতে চাইবে তারা। পরদিনই ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হবে নগরপ্রতিদ্বন্দ্বী ফ্লুমিনেন্সের বিপক্ষে, যা হতে যাচ্ছে একটি উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচ।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago