নেইমারকে বিশ্বকাপের দলে ফেরাতে আনচেলত্তিকে আহ্বান করলেন রোনালদো

আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের জন্য নেইমারকে দলে ফেরানোর জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে আহ্বান জানিয়েছেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কিংবদন্তি ফুটবলার রোনালদো।

সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর আর বিখ্যাত হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি তিনি।

নেইমার চলতি বছরের জানুয়ারিতে নিজের প্রথম ক্লাব সান্তোসে ফেরার পর থেকে নিয়মিত খেলছেন। এর আগে ফরাসি পরাশক্তি পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে পাড়ি জমালেও তার সেই অধ্যায়টি শেষ হয় নিদারুণ ব্যর্থতায়।

ব্রাজিলের সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে ইতালিয়ান আনচেলত্তি নিয়োগ পান গত জুনে। তার অধীনে দলটি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও কোনোটিতেই ডাক পাননি নেইমার। চলতি মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডেও উপেক্ষিত থাকেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

ব্রাজিলের সাও পাওলোতে এক অনুষ্ঠানে স্বদেশি নেইমারকে নিয়ে দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো বলেন, 'ব্রাজিল দলের জন্য সে এমন একজন খেলোয়াড়, যে কিনা পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের স্কোয়াডে নেইমারের মতো আর কেউই নেই।'

উত্তরসূরির প্রতি আস্থা রেখে সেলেসাওদের হয়ে ৯৯ ম্যাচে ৬২ গোল করা সাবেক স্ট্রাইকার যোগ করেন, 'মানুষ শতভাগ আশা করে যে, সে বিশ্বকাপে খেলতে যাবে। কারণ সে না থাকার চেয়ে দলে থাকলেই বরং আমরা বেশি ভালো ফল করব।'

সাম্প্রতিক বছরগুলোতে বারবার নানা ধরনের চোটের সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে নেইমারকে। ২০১৯ সালে দেশের মাটিতে ব্রাজিল যখন কোপা আমেরিকা জেতে, তখনও তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর ২০২৩ সালে আল হিলালে যোগ দেওয়ার কয়েক মাস পর জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়।

কিছুদিন আগে ব্রাজিলের কোচ আনচেলত্তি জানান, সামনের বিশ্বকাপের স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর, 'তার প্রতিভার কথা সবাই জানে। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago