২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে রোনালদো

নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আল-নাসরেই থাকছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদির ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন এই পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

'ক্রিস্তিয়ানো রোনালদো ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন,' — এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় জানিয়েছে ক্লাবটি।

আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার কয়েক মিনিট আগেই ক্লাবটি একটি টিজার ভিডিও পোস্ট করে। ভিডিওতে ৪০ বছর বয়সী রোনালদোকে সমুদ্রতীরে হাঁটতে দেখা যায়, যেখানে তিনি বলেন, 'আল-নাসর ফরএভার।'

রোনালদো নিজেও ইনস্টাগ্রামে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে লেখেন, 'নতুন অধ্যায়ের সূচনা। একই আবেগ, একই স্বপ্ন। চলুন আবার ইতিহাস গড়ি একসঙ্গে।'

২০২৩ সালে আল-নাসরে যোগ দেন রোনালদো, যা ছিল সৌদি প্রো লিগে তারকারা ভিড় জমানোর সূচনা। এরপরই একে একে অনেক অভিজ্ঞ ইউরোপীয় তারকা সৌদি আরবে পাড়ি জমান।

তবে গত মাসে, যখন সৌদি প্রো-লিগে আল-নাসর তৃতীয় স্থানে থেকে শেষ করে, রোনালদো ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন, 'এই অধ্যায় শেষ'। সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছিল দলবদলের গুঞ্জন।

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)—যা সৌদি ফুটবলের বড় অর্থায়নকারী এবং আল-নাসর, আল-হিলাল ও আল-আহলি সহ কয়েকটি ক্লাবের মালিকদের একজন কর্মকর্তা বলেছিলেন,

'গত আড়াই বছরে রোনালদোর উপস্থিতি সৌদি লিগকে বদলে দিয়েছে। তার কারণে তরুণ ও বিশ্বমানের খেলোয়াড়রা সৌদিতে আসতে আগ্রহী হচ্ছেন।'

রোনালদোর এই ঘোষণার কয়েক মাস আগেই নেইমার মাত্র সাত ম্যাচ খেলে চোটের কারণে আল-হিলাল ছেড়ে যান। তার বছরে বেতন ছিল প্রায় ১০৪ মিলিয়ন ডলার।

২০২২ সালের শেষ দিকে রোনালদোর সৌদি যাত্রার মধ্য দিয়েই শুরু হয় দেশটির ফুটবলে তারকাবিপ্লব। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব এখন নিজেদের গড়ে তুলতে চায় একটি আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল শক্তি হিসেবে।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago