রোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে
আরেকটি জোড়া গোল করলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলতে পারেন কিলিয়ান এমবাপে। বুধবার রাতে জোড়া গোল করার পর ক্রিস্তিয়ানো রোনালদোর সেই ঐতিহাসিক কীর্তি থেকে এখন মাত্র দুই গোল দূরে ফরাসি তারকা।
কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় স্তরের দল তালাভেরার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখেন এমবাপে। ম্যাচে তিনি একটি পেনাল্টি থেকে গোল করেন এবং পরে দূরপাল্লার শটে ম্যাচজয়ী গোলটি করেন, যেটি গোলরক্ষকের সামলাতে ব্যর্থ হওয়ায় জালে জড়ায়।
এই ম্যাচের আগে ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের গোলসংখ্যা ছিল ৫৬। জোড়া গোলের পর তা দাঁড়িয়েছে ৫৮-তে। ফলে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে রোনালদোর করা ৫৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল পিছিয়ে।
চলতি বছরে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, শনিবার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন লড়াইয়ে থাকা সেভিয়ার বিপক্ষে। ওই ম্যাচে জোড়া গোল করলেই পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন এমবাপে। কাজটি বাস্তবসম্মতই বলা যায়, কারণ এ মৌসুমে লস ব্লাঙ্কোসের হয়ে ইতোমধ্যে আট ম্যাচে তিনি জোড়া গোল করেছেন।
সব মিলিয়ে ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৬৫ গোল করেছেন এমবাপে। তুলনায় রোনালদোর ক্লাব ও দেশের হয়ে এক বছরে সর্বোচ্চ গোলসংখ্যা ৬৯, সেটিও ২০১৩ সালে। তবে এই তালিকার শীর্ষে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে তার গোলসংখ্যা ছিল রেকর্ড ৯১।

Comments