সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচটির একটি: রোনালদো

সম্প্রতি সৌদি লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ফলে ৪২ বছর বয়স পার করেও ক্লাবটির জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। মজার ব্যাপার চুক্তির পর সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি বলে দাবি করেছেন এই তারকা।

চুক্তি স্বাক্ষরের পর আল নাসরের পক্ষ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে রোনালদো বলেন, 'আমরা এখনও উন্নতির পথে আছি, তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি। গত দুই বছরে আমরা দেখিয়েছি যে লিগটি ধীরে ধীরে উপরে উঠছে।'

'আমি খুশি, কারণ জানি এই লিগটি খুবই প্রতিযোগিতাপূর্ণ। যারা কখনও সৌদিতে খেলেনি, তারাই বলে এই লিগ সেরা পাঁচে নেই। তারা আসলে ফুটবলের কিছু বোঝে না। আমি আমার কথায় ১০০% বিশ্বাস রাখি, আর যারা এই লিগে খেলছে, তারা জানে আমি ঠিক কী বলছি,' যোগ করেন রোনালদো।

আল-নাসর ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থেকে গেছেন রোনালদো। সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাও তার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে বলে জানান তিনি, 'এই কারণেই আমি থাকতে চাই। আমি শুধু পরবর্তী দুই বছর নয়, বরং পুরো প্রজেক্টের ওপর বিশ্বাস রাখি, যা ২০৩৪ বিশ্বকাপে গিয়ে শেষ হবে। আমার বিশ্বাস, এটা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।'

২০২২ সালের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর থেকেই এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩টি গোল।

তবে এখনও আল-নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। সেই আক্ষেপ থেকেই বলেন, 'আমার লক্ষ্য সবসময় আল-নাসরের জন্য বড় কিছু জেতা। আমি এখনও সেটা বিশ্বাস করি। এই বিশ্বাস থেকেই আরও দুই বছরের চুক্তি করেছি। আমি চাই সৌদি আরবে চ্যাম্পিয়ন হতে।'

রোনালদো এখন ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলকের কাছাকাছি। ক্লাব পর্যায়ে করেছেন ৭৯৪ গোল এবং জাতীয় দলের হয়ে ১৩৮টি, সব মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯৩২।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago