পরিসংখ্যানের আলোয় ২০২৫: মেসি বনাম রোনালদো দ্বৈরথে কে এগিয়ে?
২০২৫ সাল শেষ হতে চলল। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও দুই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো বয়সের বাধা জয় করে চলেছেন। এ বছরও তারা নিজেদের অর্জনের ঝুলিতে যোগ করেছেন অনেক নতুন কীর্তি।
তাদের প্রজন্মের অধিকাংশ খেলোয়াড় ইতোমধ্যে অবসর গ্রহণ করে ফেলেছেন। তবে ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার জন্য এই দুজনের তাড়না ও নিবেদন আগের মতোই অটুট রয়েছে।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির জন্য ২০২৫ সালটি ছিল দারুণ। আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিকে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই কীর্তি নেই আর কোনো ফুটবলারের। ২০১৮-১৯ মৌসুমের পর গোল করার হিসাবে এটিই তার সেরা বছর।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর মেসি ৫৪টি ম্যাচ খেলেছেন। তিনি ৪৬টি গোল করেছেন এবং ২৮টি গোলে সরাসরি সহায়তা করেছেন। গড়ে প্রতি ৬১.৩ মিনিটে তিনি একটি গোলে অবদান রেখেছেন। বিশেষ করে, এমএলএস কাপের প্লে-অফে তিনি ছিলেন অত্যন্ত বিধ্বংসী রূপে। ওই টুর্নামেন্টে মাত্র ছয়টি ম্যাচে মোট ১৩টি গোলে ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক অঙ্গনে মেসি ২০২৫ সালে আর্জেন্টিনার হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তবুও মাঠে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা, পুয়ের্তোরিকো ও অ্যাঙ্গোলার বিপক্ষে নেমে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।
৪০ বছর বয়সী স্ট্রাইকার রোনালদোর ক্ষেত্রে দেখা যায়, এ বছর তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশি সফল ছিলেন। পর্তুগালের হয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছেন। তিনি নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং আটটি গোল করেছেন। এর মধ্যে একটি ছিল স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ফাইনালে।
সৌদি ক্লাব আল নাসরের হয়ে ২০২৫ সালে রোনালদো ৩৭টি ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে তিনি মোট ৪৬টি ম্যাচে ৪১টি গোল করেছেন, যা মেসির চেয়ে পাঁচটি কম। আর তার অ্যাসিস্টের সংখ্যা চারটি, যা মেসির চেয়ে ২৪টি কম। গড়ে প্রতি ৮৬.৯ মিনিটে রোনালদো একটি গোলে অবদান রেখেছেন।
এ বছর মেসির চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৬ সালের শুরুতে রোনালদো এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। কারণ এমএলএস শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষদিকে। এর আগেই রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে মুখিয়ে থাকবেন। বর্তমান হিসাব অনুযায়ী, তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৫৭টি। অনন্য ইতিহাস গড়ে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা থেকে তিনি মাত্র ৪৩টি গোল দূরে আছেন।
নিচে ২০২৫ সালে মেসি ও রোনালদোর পরিসংখ্যানের পূর্ণাঙ্গ চিত্র দেওয়া হলো:
লিওনেল মেসি
ম্যাচ: ৫৪
গোল: ৪৬
অ্যাসিস্ট: ২৮
মোট গোলে অবদান: ৭৪
পেনাল্টি: ৩
ফ্রি-কিক: ৩
প্রতি গোলের জন্য প্রয়োজনীয় মিনিট: ৯৮.৬
পেনাল্টি বাদে প্রতি গোলের জন্য প্রয়োজনীয় মিনিট: ১০৫.৪
প্রতি গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে প্রয়োজনীয় মিনিট: ৬১.৩
ট্রফি: ১ (এমএলএস কাপ)
ক্রিস্তিয়ানো রোনালদো
ম্যাচ: ৪৬
গোল: ৪১
অ্যাসিস্ট: ৪
মোট গোলে অবদান: ৪৫
পেনাল্টি: ১০
ফ্রি-কিক: ০
প্রতি গোলের জন্য প্রয়োজনীয় মিনিট: ৯৫.৫
পেনাল্টি বাদে প্রতি গোলের জন্য প্রয়োজনীয় মিনিট: ১২৬.৩
প্রতি গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে প্রয়োজনীয় মিনিট: ৮৬.৯
ট্রফি: ১ (উয়েফা নেশন্স লিগ)।


Comments