২০২৫ সালের আন্তর্জাতিক ফুটবল: গৌরব, হৃদয়ভঙ্গ ও ইতিহাস
ফুটবল বিশ্বে ২০২৫ সালটি ছিল এক রোমাঞ্চকর পথচলার মতো। শ্বাসরুদ্ধকর ঘুরে দাঁড়ানো থেকে শুরু করে ঐতিহাসিক বিজয়, বেদনা ও ব্যক্তিগত মাইলফলক— সব মিলিয়ে মাঠের লড়াইয়ে ফুটবল ভক্তরা অবিস্মরণীয় সব মুহূর্তের সাক্ষী হয়েছেন।
বছরের শীর্ষ ফুটবল কাহিনীগুলো এক নজরে ফিরে দেখা যাক।
ইন্টারকে গুঁড়িয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির
লম্বা অপেক্ষার পর অবশেষে লুইস এনরিকের অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়টি ছিল আক্রমণাত্মক ফুটবলের এক অনন্য প্রদর্শনী। এই কৌশলগত সাফল্যের স্বীকৃতি হিসেবে এনরিকে লিগ ওয়ানের বর্ষসেরা কোচ হওয়ার পাশাপাশি ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি লাভ করেন।
বার্সেলোনার মুঠো থেকে ইন্টারের জয় ছিনিয়ে নেওয়া
সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় রাত উপহার দেয়। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা ইন্টার ঘরের মাঠে শেষ মুহূর্তে সমতা টেনে স্কোরলাইন ৬-৬ করে। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ৯৯তম মিনিটে দাভিদ ফ্রাত্তেসির লক্ষ্যভেদ হয়ে ওঠে ফল নির্ণায়ক। ফলে ২০১৬-১৭ মৌসুমে পিএসজির বিপক্ষে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের বিপরীত অভিজ্ঞতা হয় বার্সেলোনার।
রোনালদো ও পর্তুগালের দ্বিতীয় নেশন্স লিগ জয়
বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি আন্তর্জাতিক ট্রফি যোগ করেন কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো। মিউনিখে অনুষ্ঠিত নেশন্স লিগের রোমাঞ্চকর ফাইনাল ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ ব্যবধানে হারায় পর্তুগাল। এর আগে ২০১৯ সালে তারা প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল। এই জয় পর্তুগালের স্কোয়াডের গভীরতা ও আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ে তাদের জোরালো দাবিকেই প্রমাণ করেছে।
ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে চেলসি চ্যাম্পিয়ন
যুক্তরাষ্ট্রে আয়োজিত বড় পরিসরের নতুন ধাঁচের ফিফা ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেয়। মেটলাইফ স্টেডিয়ামে কোচ এঞ্জো মারেস্কার দুর্দান্ত কৌশলে ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বজয় করে চেলসি। যদিও চলতি মৌসুমে ফুটবলারদের চোট ও ধারাবাহিকতার অভাব ইংলিশ ক্লাবটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তবুও এই শিরোপাটি তাদের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
ইসাকের জন্য লিভারপুলের রেকর্ড ট্রান্সফার ফি
কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। এছাড়া, নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়ে তারা বেশ সাড়া ফেলে দেয়। অলরেডদের খরচ করতে হয় ১৩ কোটি পাউন্ড, যা ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল অঙ্কের দলবদলটি ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তারে লিভারপুলের উচ্চাকাঙ্ক্ষারই স্পষ্ট বার্তা।
অতুলনীয় প্রত্যাবর্তনের গল্প লিখে দেম্বেলের ব্যালন ডি'অর জয়
উসমান দেম্বেলের দেম্বেলের জন্য ২০২৪-২৫ মৌসুমটি ছিল চিরস্মরণীয়। বারবার চোটের কারণে ক্যারিয়ার হুমকির মুখে পড়ার পর এই ফরাসি ফরোয়ার্ড অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান। তিনি পিএসজিকে লিগ ওয়ান, ফরাসি সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যালন ডি'অর জয় ও ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া ছিল তার সহনশীলতা, প্রতিভা ও দৃঢ় সংকল্পের উপযুক্ত পুরস্কার।
জোতার অকাল মৃত্যুতে স্তব্ধ ফুটবল দুনিয়া
স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্তুগাল ও লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতার অকাল মৃত্যুতে ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে পড়ে। ওই দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা যান। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও পর্তুগালের হয়ে নেশন্স লিগ জিতে একটি দুর্দান্ত মৌসুম পার করছিলেন জোতা। তার মৃত্যু ভক্ত থেকে শুরু করে পুরো ফুটবল দুনিয়াকে গভীর শোকে নিমজ্জিত করে।
দীর্ঘ অপেক্ষার পালা শেষে টটেনহ্যামের ট্রফির নাগাল পাওয়া
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ২০০৭-০৮ মৌসুমের পর অবশেষে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ নেয়। বিলবাওতে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ব্রেনান জনসনের প্রথমার্ধের গোলটিই লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করে দেয়। মিকি ফন ডি ফেনের বীরত্বপূর্ণ গোললাইন ক্লিয়ারেন্স তাদেরকে লিড ধরে রাখতে সাহায্য করে। হিউং মিন সন স্পার্সের হয়ে তার প্রথম ট্রফি হাতে তুলে ক্লাবটির কিংবদন্তি হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন।
আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ
আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচে স্বদেশী ভক্তদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেন লিওনেল মেসি। বুয়েন্স এইরেসের আইকনিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের খেলা শেষে চোখের জলে মাঠ ছাড়েন তিনি। দেশের মাঠে এটি তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হলেও তার মূল লক্ষ্য রয়েছে সামনে। তা হলো ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেতৃত্ব দেওয়া।
ব্রাজিলে আনচেলত্তি যুগের সূচনা
কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন। সেলেসাওদের ইতিহাসে প্রথম হাই-প্রোফাইল বিদেশি কোচ হিসেবে তার নিয়োগ ফুটবল বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভীষণ অভিজ্ঞ এই ফুটবল মস্তিষ্ক রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে বসার পর তার উদ্দেশ্য এখন স্পষ্ট— আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে বহুল আকাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপা এনে দেওয়া।
রূপকথার উত্থানে কুরাসাওয়ের বিশ্বকাপে পা রাখা
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রূপকথা তৈরি করে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার টিকিট পায় ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপ কুরাসাও। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার এই দেশটি উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী জ্যামাইকাকে পেছনে ফেলে বিশ্বকে চমকে দেয়। সব প্রতিকূলতা জয় করে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তারা জায়গা করে নেয়।


Comments